Tuesday, July 24, 2018

বাস্তবতা

সবসময় যাকে হাসতে দেখ, হাসাতে দেখ, আশার কথা শোনাতে দেখ, যার মত আশাবাদী তুমি হতে চাও; খুব নিরালায় তার হাতের মুঠোয় ধরে থাকা গরম কফির ধোঁয়া আর একবুক দীর্ঘশ্বাস একাকার হওয়ার গল্পটা, কেবল ঐ নির্বোধ-নীরব কফির মগটাই জানে।
যার মতো গুছিয়ে তুমি কথা বলতে পারো না বলে অাক্ষেপ হয়, যার মতো বোঝানোর ক্ষমতা নেই বলে হতাশ হও, সেও কারো না কারো সামনে কীভাবে-কী বোঝাবে তা বুঝতে না পেরে নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে ঠায়। তার অপূর্ব বাচনভঙ্গি, অভিজ্ঞ বাক্যালাপ সবকিছুই অর্থহীন কাঙ্ক্ষিত কারো কাছে।
আমরা সবাই অবহেলিত, কারো না কারো কাছ থেকে; বঞ্চিত, কোথাও না কোথাও হতে। আমাদের সবার ভিতরটাই জ্বলে, শূন্যতার প্রতিধ্বনি বাজে মনের প্রতিটা দেয়ালে, ডুকরে কেঁদে ওঠে অন্তরাত্মা খুব অন্তরালে।
কিন্তু কেউ-কেউ কষ্টটাকে বুকের কোণায় লুকিয়ে রেখে কঠিন পথে সহজভাবে হেঁটে যায়। ব্যাপারটা এই নয় যে তাঁর ব্যথা লাগে না। বরং এই যে, সে সেটা দেখায় না বা দেখাতে পারে না।
রঙিন ফানুস কী সুন্দর আকাশে উড়ে বেড়ায়! ফানুসটা উপরে ওঠে আগুনের তাপে। ভিতরটা জ্বলে বলেই বাহিরটা অমন উজ্জ্বল দেখায়, ভিতরের আগুনই বাহিরে স্নিগ্ধতা ছড়ায়; উড়িয়ে নিয়ে যায় আকাশে।
উৎসুক আমরা ঘাড় উঁচিয়ে অপলক তাকিয়ে দেখি ওপরে উড়তে থাকা সেই উজ্জ্বল ফানুস। কেউই ওটার ভিতরের তাপটা টের পাই না। স্নিগ্ধতা আমাদের সবার, তাপটা ফানুসের একার। চাইলেও কেউ সেটা অনুভব করতে পারবে না।
প্রত্যেকটা ব্যক্তি ঐ একেকটা রঙিন ফানুস। যার বাহিরের স্নিগ্ধতার উৎস ভিতরের ঐ আগুন। প্রত্যেকটা হাসির অন্তরালে আমরা একেক জন অন্য মানুষ। জ্বলে বলেই জেগে আছি আমরা। নিভে গেলেই নিচে পড়ে যাব, ঘুমিয়ে যাব চিরতরে, মিশে যাব মাটিতে।
তাই অন্যকে দেখে আক্ষেপ করো না। যত জ্বলে, জ্বলতে দাও। মনকে শুধু বলো, তুমি একা নও, আকাশে আরো অনেক ফানুস আছে। কেবল আকার-আকৃতি আর রংটাই ভিন্ন

বল্টুর জোক্স

9
Class "Five" এর ছেলে বল্টু একদিন একটা
Movie
দেখতে গেছে, একটা ডায়লগ তার খুব
পছন্দ
হয়ে গেল ... “লুকোবার কিন্তু কিছু নেই,
আমি সব জানি___” বেজায় খুশি হয়ে সে
বাড়ীতে ফিরে মা কে বলল মা
“লুকোবার
কিন্তু কিছু নেই, আমি সব জানি___ ” মা
তারাতারি তার হাতে ১০০ টাকার
নোট
দিয়ে বলল “যা জানিস চেপে যা
কাউকে
বলিস না____|” বাবার সাথে বল্টু
দোকানে
কাজ করছিল, হঠাৎ বলে উঠল বাবা
“লুকোবার কিন্তু কিছু নেই, আমি সব
জানি___” বাবা তারাতারি তার হাতে
১০০
টাকার নোট দিয়ে বলল “ যা জানিস
চেপে
যা কাউকে বলিস না____|”বল্টু দেখল
দারুন
মজা, সে বাড়ীর ১৫ বছরের পুরানো
কাজের
লোক জগু দ্যা কে ডেকে বলল জগু দ্যা
“লুকোবার কিন্তু কিছু নেই, আমি সব
জানি___” জগু দ্যা বলল “তাহলে আর জগু
দ্যা বলে
ডাকছিস কেন, বাবা বলে বুকে আয়
খোকা।
☻☻👅🙈

Tuesday, January 9, 2018


মিথ্যার কিছু কিছু উপকার আছে। কিছু মিথ্যা সমাজের এবং ব্যক্তিজীবনের ক্ষেত্রে কল্যাণকর ভূমিকা নেয়। কিন্তু মিথ্যা মিথ্যাই। সত্য আলো, মিথ্যা অন্ধকার।
—হুমায়ূন আহমেদ

Monday, January 8, 2018


মৃত্যুর পর করণীয় কাজ

(ক) কারো মৃত্যুর খবর কানে পৌঁছার সাথে সাথে এই দু‘আ পড়বে: انا الله وانا اليه راجعون- (মুসলিম শরীফ-হাদীস নং-৯১৮)

অতঃপর কিছু সূরা ও দরূদ শরীফ পড়ে তার রুহের মাগফিরাতের জন্য অন্তরে অন্তরে দু‘আ করবে আর মৃত ব্যক্তির আত্মীয়-স্বজনরা নিম্নোক্ত দু‘আটিও পড়বেঃ

اللهم اجرنى فى مصيبتى واخلفنى خيرا منها

(মুসলিম শরীফ-হাদীস নং-৯১৮, মুসনাদে আহমদ-হাদীস নং-১৬৩৫০)
এবং বিরহ বেদনার উপর সবর করবে, কোনরূপ অধৈর্য প্রকাশ করবে না।

(খ) ইন্তিকাল হওয়া মাত্রই তার হাত-পা সোজা করে দিবে, উভয় পা ফিতা বা কাপড়ের টুকরা দ্বারা বেঁধে দিবে, চোখ-মুখ বন্ধ করে দিবে, মুখ সহজেই বন্ধ করা না গেলে বা বন্ধ না থাকলে থুতনি ও মুখ কোন কিছু দ্বারা বেঁধে দিবে এবং পেটে ভারী কিছু রেখে দিবে, যেমন হাওয়া ঢুকে পেট ফুলে না যায়। সম্পূর্ণ শরীর চাদর দ্বারা ঢেকে দিবে এবং তাকে আর মাটিতে বা ফ্লোরে রাখবে না, বরং কোন খাটিয়ার উপর রাখবে। (আদ্ দুররুল মুখতার-২/ ১৯৩)

(গ) মৃত ব্যক্তিকে খাটিয়ায় রাখার সময় এই দু‘আ পড়বে:

بسم الله وعلى ملت رسول الله-

অতঃপর এই দু‘আ পড়বে-

اللهم يسر عليه امره وسهل عليه ما بعده واسعده بلقائك واجعل ما خرج اليه خيرا مما خرج منه-

(ঘ) আর পার্শ্ববর্তী লোকজন বা আত্মীয়-স্বজনদের কর্তব্য হচ্ছে তারা মৃত ব্যক্তির ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সান্ত্বনা দিবে এবং তাদেরকে সবর করতে বলবে। বিপদগ্রস্ত ব্যক্তিকে সান্ত্বনা দিলে তার বরাবর সওয়াব পাওয়া যায়। (ফাতাওয়ায়ে শামী, ২: ১৯৩ ও ৬: ২৬/ আহকামে মায়্যিত, ৩০-৩১, ৯৩, মুসনাদে আহমদ: ৫/ ২৭২)

(ঙ) ইন্তিকালের সাথে সাথে মৃত ব্যক্তির আত্মীয় বা অন্যরা তার মৃত্যুর খবর এ’লান/ ঘোষণা করে দিবে এবং কাফন-দাফনের কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় কাজ তথা গোসল, কাফন, কবর খনন ইত্যাদি ভাগ করে নিবে এবং নিজেরা কয়েকভাগে বিভক্ত হয়ে পড়বে। (বুখারী শরীফ, হাদীস নং ১৩১৫, আবু দাউদ শরীফ- হাদীস নং-৩১৫৯, ফাতাওয়ায়ে শামী-৩/ ৮৩ মাকতাবায়ে যাকারিয়া)

# কিছু লোক মৃতকে গোসল দেয়ার জন্য বরই পাতা মিশ্রিত পানি গরম করে গোসলের সব রকম ব্যবস্থা সম্পন্ন করবে। আত্মীয়-স্বজনদের মধ্য থেকে যে বেশি দীনদার তার মাধ্যমে গোসল দেয়ানো ভাল। অন্য যে কোন মুসলমান ব্যক্তিও গোসল দিতে পারেন। প্রয়োজনে স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে। তবে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে না। সুতরাং এরূপ অপারগতার ক্ষেত্রে স্বামী হাতে কাপড় পেঁচিয়ে স্ত্রীকে তায়াম্মুম করিয়ে দিবে। এ ক্ষেত্রে গোসলের প্রয়োজন নেই। গোসল এমন নির্জন স্থানে দিবে যেখানে অন্য লোকেরা ভিড় জমাবে না। (ফাতাওয়ায়ে শামী-৩/ ৮৭, ৯০, ১৪৬- মাকতাবায়ে যাকারিয়া)

Sunday, January 7, 2018

Earth Sony by Michael Jackson


Earth Song

Michael Jackson

LYRICS

What about sunrise

What about rain

What about all the things that you said

We were to gain

What about killing fields

Is there a time

What about all the things

That you said were yours and mine

Did you ever stop to notice

All the blood we've shed before

Did you ever stop to notice

This crying Earth, these weeping shores

Aah, ooh

What have we done to the world

Look what we've done

What about all the peace

That you pledge your only son

What about flowering fields

Is there a time

What about all the dreams

That you said was yours and mine

Did you ever stop to notice

All the children dead from war

Did you ever stop to notice

This crying earth, these weeping shores

Aah, ooh

Aah, ooh

I used to dream

I used to glance beyond the stars

Now I don't know where we are

Although I know we've drifted far

Aah, ooh

Aah, ooh

Aah, ooh

Aah, ooh

Hey, what about yesterday

(What about us)

What about the seas

(What about us)

The heavens are falling down

(What about us)

I can't even breathe

(What about us)

What about apathy

(What about us)

Drowning in the seas

(What about us)

What about the promised land

Preachin' what I believe

(What about us)

What about the holy land

(What about it)

What about the greed

(What about us)

Where did we go wrong

Someone tell me why

(What about us)

What about baby boy

(What about him)

What about the days

(What about us)

What about all their joy

Do we give a damn

Aah, ooh

Aah, ooh